দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ২০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ বহু অপকর্মের হোতা ও মাদক ব্যবসায়ী নবমুসলিম আব্দুল্যাহ (৩৮) কে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশনায় সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম মনির, উপ-পরিদর্শক রশিদ, জুয়েল, সোহেল,জিয়াউর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা কুলিয়া ব্রীজ সংলগ্ন চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ বহু অপকর্মের হোতা ও মাদক ব্যবসায়ী নবমুসলিম আব্দুল্যাহকে আটক করে।
সে আশাশুনী উপজেলার বুধহাটা গ্রামের শিবানন্দ কুমারের ছেলে। দীর্ঘদিন ধরে আব্দুল্যাহ দেবহাটার পারুলিয়ার সরদার বাড়ীর মোড়ে ভাড়া থেকে পুলিশের এক এসআইয়ের সোর্স পরিচয় দিয়ে এলাকার সাধারন মানুষকে বিভিন্নভাবে হয়রানী, চাঁদাবাজী সহ মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলো।
সোমবার পুলিশ তাকে আটক করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা সাতক্ষীরা ভিশনকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্যাহকে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-০১) দায়ের পরবর্তী আব্দুল্যাহকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।