March 6, 2021, 2:57 pm
এসভি ডেস্ক: পাটকেলঘাটার কপোতাক্ষ নদ থেকে এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২ টার দিকে পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের বাহাদুরপুর পুরাতন খেয়াঘাটের কপোতাক্ষ নদ থেকে এই অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,পাটকেলঘাটার বাহাদুরপুর পুরাতন খেয়াঘাটে কপোতাক্ষ নদে স্থানীয় লোকজন একটি অর্ধগলিত যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে তালা সার্কেল অপু সরোয়ার পাটকেলঘাটা থানা পুলিশকে সাথে নিয়ে লাশটি কপোতাক্ষ নদ থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে স্থানীয় জনতা এই মরদেহ বিকৃত অবস্থার ফলে সনাক্ত করতে পারছে না ।
সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে সাতক্ষীরা ভিশনকে বলেন, বাহির থেকে এই মরদেহটি ভাসতে ভাসতে এলাকায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
All rights reserved © Satkhira Vision