March 6, 2021, 4:46 pm
খাজরা প্রতিনিধি: ৩১শে মার্চ রবিবার বাদ আছর থেকে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী খাজরা মোল্লাপাড়া জামে মসজিদে যুব সমাজ কর্তৃক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।
তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওঃ শেখ মাসুদুর রহমান,প্রধান পরিচালক,আল আযান শিল্পী গোষ্ঠী ,খুলনা।
দ্বিতীয় বক্তা ছিলেন মাওঃ মুফতি আবু হুরাইয়রা,দৌলতপুর,খুলনা।
তৃতীয় বক্তা মাওঃ হুসাইন আহম্মদ আযহার,আশাশুনি,সাতক্ষীরা।
প্রধান অতিথির আসন গ্রহন করেন এস,এম শাহনেওয়াজ ডালিম,চেয়ারম্যান ৮নং খাজরা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি ইলিয়াজ হোসেন,সাধারন সম্পাদক,ষোলআনা ব্যবসায়ী সমিতি,পাইকগাছা,খুলনা।
সভপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী শেখ। সার্বিক তত্তাবধায়নে ছিলেন আব্দুর রাজ্জাক সানা।
All rights reserved © Satkhira Vision