আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত আফসার উদ্দিনের পরিবারকে সরকারি ভাবে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়। আরার কাদাকাটি গ্রামের বাচা খোকা সরদারের পুত্র আফসার উদ্দিন গত ২৪ মার্চ মটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জেলা প্রশাসনের ত্রাণ কার্য (জিআর ক্যাশ) তহবিল হতে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা বরাদ্দ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান মরহুমের স্ত্রী খাদিজা পারভিনের হাতে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।