কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী আফসার আলী (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩১ ই মার্চ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার কোমরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কারাদন্ড প্রাপ্ত আসামী কোমরপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নিদের্শনা মোতাবেক থানার এসআই রইচ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।