কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ পিচ ইয়াবা বড়ি ও ১০৪ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী কাজী শাহানাজ (৪০) কে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৩০ ই মার্চ) দিবাগত রাত ২টার দিকে পৌরসদরে উত্তর মুরারীকাটি কাজী পাড়া গ্রামের মধ্যে থেকে মাদকদ্রব্য উদ্ধারসহ হাতেনাতে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মুনছুর কাজীর ছেলে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নিদের্শনা মোতাবেক সেকেন্ড অফিসার এসআই নাজিম উদ্দিন, এএসআই মিজানুর রহমান, এএসআই আলাউদ্দিনসহ ফোর্সের সহায়তায় ওই রাতে তাকে মাদকসহ আটক করেন।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলারোয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷ ।