আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরের কাস্টমস অফিসার ওহিদুল ইসলাম (৫৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
শুক্রবার দিবাগত রাত্র ৯ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্দ হয়ে তিনি ইন্তেকাল করেন। আশাশুনি সদরের দুর্গাপুর গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে ওহিদুল ইসলাম ঢাকা নারায়নগঞ্জে কাস্টমস অফিসের সুপারিনটেন্ডেন্ট হিসাবে কর্মরত ছিলেন।
রাত্র ৯টার দিকে নারায়নগঞ্জের বাসায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃতকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ জোহর গ্রামের বাড়ি দুর্গাপুরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।