দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনিকে বিজয়োত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলার কামকাটিয়া দক্ষিনপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনিকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনাকালে উচ্ছাসিত এলাকাবাসী উপজেলা চেয়ারম্যন আব্দুল গনিকে ফুল দিয়ে বরণ করার পাশাপাশি সম্মাননা ক্রেষ্ট দিয়ে সম্মানিত করেন। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বাসুদেব সরকার,ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিজানুর রহমান,মহিবুল্লাহ মন্টু,আব্দুল গফফার,ইমান আলী সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে মুল্যবান ভোট দিয়ে দ্বিতীয় মেয়াদে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় বক্তৃতাকালে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি।