Spread the love

বিশেষ প্রতিনিধি: নৌকার পক্ষে কাজ করায় সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় চেয়ারম্যান অচেতন হয়ে গেলে মৃতভেবে তাকে ফেলে ঘটনাস্থল থেকে চলে যায় সন্ত্রাসীরা। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে চেয়ারম্যানকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে কালিগঞ্জের কুশুলিয়া বল্ডফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। 

আহত ইউপি চেয়ারম্যানের স্ত্রী নাসিমা রিয়াজ বলেন, কালিগঞ্জ হতে কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে আমার স্বামী বাড়ি ফিরছিলে।  কুশুলিয়া বল্ডফিল্ডের সামনে আসামাত্র কালিগঞ্জের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর নির্দেশে তার ছেলে অনিকের নেতৃত্বে একটি প্রাইভেটকার ও ১০/১২টা মটর সাইকেলে এসে ২০/ ২২ জন সন্ত্রাসী আমার স্বামীর মটরসাইকেলের গতিরোধ করে রড দিয়ে এলোপাতারী পিটাতে থাকে। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে আমার স্বামীর গলায় পা দিয়ে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। পরে অচেতন হয়ে গেলে আমার স্বামীকে মৃত ভেবে ফেলে চলে যায় সন্ত্রাসীরা।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে আমার স্বামী নৌকা প্রতিকের পক্ষে কাজ করেছিলেন। নৌকার পক্ষে কাজ করায় আমার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছে।

সাতক্ষীরা জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহীন ও সাতক্ষীরা জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক কাজী ফারুফ বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারা বঙ্গবন্ধুর নৌকার পক্ষে কাজ করেছিলাম। আজ নৌকার পক্ষে কাজ করায় তৃনমূল আওয়ামীলীগের হাইব্রীড নেতাকর্মীরা চেয়ারম্যানের উপর হামলা চালিয়েছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই সন্ত্রাসী হামলার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর ফোন নাম্বারে কল দিলে তার ফোন রিসিভ করে কালিগঞ্জ উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী জড়িত কোন ভাবেই না। চেয়ারম্যানের প্রতিপক্ষরা ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই অপরাধীদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি বলে ওসি জানান।