খাজরা প্রতিনিধি: আজ মহান স্বাধীনতা দিবস। দিবসটির গুরুত্ব তুলে ধরে আশাশুনি উপজেলার পারিশামারী পি,এন,এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে দিনভর বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন,৭.৩৫ কুচকাওয়াজ,৮টায় জাতীয় সঙ্গীত,৮.১৫ আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,বিকালে পুরুষ্কার বিতরণ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল কৃষ্ণ সানা।
এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন সরদার,কৃষ্ণপদ রায়,আক্তারুজ্জামান,তারক চন্দ্র সানা, মনিন্দ্রনাথমন্ডলসহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়ির শিক্ষক সুবেন্দু কুমার মন্ডল । সহকারি প্রধান শিক্ষক পশুপতি রায়,সিনিয়র শিক্ষক দেবাশিষ কুমার মন্ডল,শেলী রানী,রেখা রানী দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন এই স্বাধীনতার জন্য আমরা পেয়েছি লাল সবুজের একটি দেশ। যার জন্য বাঙালী জাতি আজ গর্বিত।
দশম শ্রেণির ছাত্র প্রশান্ত মন্ডল বলেন-স্বাধীনতা আমাদের গৌরব। বিশ্বে বুকে স্বাধীন দেশ হিসাবে আমরা মাথা উচু করে দাড়িয়ে আছি। স্থানীয় গন্যমান্য ব্যক্তি,অভিভাবকগন দিনভর এ অনুষ্ঠান উপভোগ করেন।