February 28, 2021, 12:52 am
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার আষ্কারপুরে অসুস্থ পীর কেবলা আলীম বক্সের শয্যাপাশে গিয়ে সুস্থতা কামনা করেছেন দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি।
মঙ্গলবার বিকালে উপজেলার আষ্কার পুরের বাসভবনে পীর কেবলা আলীম বক্স কে দেখতে যান তিনি। এসময় অসুস্থ পীর কেবলার শয্যাপাশে বসে তার শারিরীক অবস্থার খোজখবর নেয়ার পাশাপাশি সুস্থতা কামনাও করেন উপজেলা চেয়ারম্যন গনি।
All rights reserved © Satkhira Vision