দেবহাটা প্রতিনিধি: ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।