এসভি ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক ৬২ হাজার ৭৭৩ পেয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম শওকত হোসেনকে পরাজিত করে বিজয়ী হন।
এসএম শওকত হোসেন পেয়েছেন ৩৪ হাজার ৩৫৮ ভোট।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তা এসএম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।