এসভি ডেস্ক: কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৭১ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে পরাজিত করে বিজয়ী হন।
ফিরোজ আহমেদ স্বপন পেয়েছেন ৩৭ হাজার ২১১ ভোট।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তা এসএম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।