Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরা প্রতিনিধি: অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে বিয়ে সেরে ফেললেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

আজ দুপুর আড়াইটার দিকে ঘিয়ে রংয়ের শেরওয়ানি পরে বরযাত্রীবহর নিয়ে বাবা আবুল কাসেম আর মা মাহমুদা খাতুনকে নিয়েই কনে সুমাইয়া পারভিন শিমুর বাড়িতে পৌছালেন মুস্তাফিজুর রহমান।

বিয়েকে ঘিরে কনের বাড়িতে আগে থেকেই চলছিল সাজ সাজ রব। আত্মীয় স্বজনের কমতি ছিল না।
বরযাত্রী বহরের সাথে সাথে মুস্তাফিজ তার বরকে সোজা নিয়ে যাওয়া হলো বাড়ির দোতলায়। সেখানে একটি কক্ষে অপেক্ষমান সবাই।

সময় তখন ৩ টা ছুঁই ছুঁই। বিবাহ রেজিস্ট্রার দেবহাটার নোয়াপাড়ার কাজী আবুল বাসার তখনও অপেক্ষায় । অনুমতি নিয়ে অবশেষে কলেমা পড়ালেন ফিজ-শিমু দম্পতিকে।