Spread the love

ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়া হবে সারা দেশের মধ্যে সবচেয়ে উন্নত মডেল উপজেলা। সেই উপজেলায় থাকবে না কোন মাদক ব্যবসায়ীরা। থাকবে না কোন দালাল-বাটপার ও চাঁদাবাজদের স্থান। এই মাটি থেকে সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলার জন্য সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

বুধবার (২০ ই মার্চ) সন্ধার পর কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্দ্যোগে বালিয়াডাঙ্গা বাজার চত্বরে উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথী’র বক্তৃতায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান নৌকার কান্ডারী ফিরোজ আহম্মেদ স্বপন এসব কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত নির্বাচনী জনসভায় নৌকার কান্ডারী ফিরোজ আহম্মেদ স্বপন আরোও বলেন, কেড়াগাছি ইউনিয়নের মানুষ তারা মনে প্রানে নৌকার প্রতীকে ভোট দেবেন বলে তিনি বিশ্বাস করেন। আওয়ামীলীগের দলীয় পদে থেকে যারা নৌকার বাহিরে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে চলেছেন তারা ঘৃনাভরা মন নিয়ে আওয়ামীলীগের পদ ছেড়ে দিয়ে পদত্যাগ করুন। কারণ আওয়ামীলীগের পদে থেকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা মানে শেখ হাসিনার সাথে বিরোধিতা করা। মুক্তিযুদ্ধের স-পক্ষের শক্তিকে একত্রিত করে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহতি রেখে নৌকার কাতারে এসে নৌকাকে বিজয়ী করার আহবান রাখি।

কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহিনুর রহমান ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক এমডি সেলিম রেজার পরিচালনা নির্বাচনী জনসভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মাইক প্রতীকের আলহাজ্জ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কলস প্রতীকের সেলিনা আনোয়ার ময়না, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, ডিপুটি কমান্ডার সৈয়দ আলী গাজী, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তার সম্পাদক প্রেসক্লাবের সাধারণ আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি বেনজীর হেলাল, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস, ইউপি সদস্যগণ আলহাজ্জ্ব নজরুল ইসলাম, বিল্লাল সরদার, মুজিবুর রহমান, মহিদুল গাজী, মোজাফফর হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়া কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকসহ প্যানেলের ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না লিফলেট বিতরণ করেছেন। বুধবার (২০ই মার্চ) দিনভর পৌরসদরের তুলসীডাঙ্গা ১-২ নং ওয়ার্ড, মির্জাপুর ৯ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন।

সন্ধার পর ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্দ্যোগে নৌকা, মাইক ও কলসের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে লাঙ্গলঝাড়া বাজার চত্বরে ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে আয়োজিত জনসভায় উপস্থিত থেকে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান নৌকার কান্ডারী ফিরোজ আহম্মেদ স্বপন।

লাঙ্গলঝাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের মল্লিকে পরিচালনায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মাইক প্রতীকের আলহাজ্জ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কলস প্রতীকের সেলিনা আনোয়ার ময়না, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তার সম্পাদক তন্ময় আহম্মেদ মেরীন মেরীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, পৌর যুবলীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নয়ন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি বেনজীর হেলাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জামাই সিরাজ, তৌহিদুর রহমান, কবীরুল ইসলাম, শাহিন হোসেন, বারীক মোল্লাহ, প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, মইফুল মেম্বার, আজিবার রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

জনসভায় নেতৃবৃন্দ বলেন জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা। সুতরাং নৌকা প্রতীকের বিকল্প নেই। উন্নয়নের পক্ষে থাকতে হলে আবারো ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে জয়যুক্ত করতে হবে। তাই আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।