ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়ায় নারী সমাজের উদ্যোগে নৌকা- মাইক ও কলস প্রতীকের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ ই মার্চ) বিকালে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার মহিলা নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না, কাজল মেম্বার ও শেখ হাসিনা আক্তার ময়নার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রচার মিছিলটি বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে আবার উপজেলা পরিষদের সামনে মিলিত হয়।
মিছিলে স্লোগানে মুখরীত নেতাকর্মীরা বলেন ফেন্সিডিল, ইয়াবা, মাদক, সন্ত্রাস, ছিনতাই, স্ট্যাম্পবাজ ও চাঁদাবাজমুক্ত কলারোয়া গড়তে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান নৌকার কান্ডারী ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মাইক প্রতীকের আলহাজ্জ্ব আরাফাত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান কলস প্রতীকের সেলিনা আনোয়ার ময়নাকে পূণারায় আবার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তার সম্পাদক তন্ময় আহম্মেদ মেরীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, পৌর স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, তুলসীডাঙ্গা ওয়ার্ড যুবলীগের সভাপতি শামিমুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক আরিফ রহমান, কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস, যুবলীগের আহবায়ক এমডি সেলিম রেজাসহ বিপুল সংখ্যাক আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।