Spread the love

এসভি ডেস্ক: কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বিয়ে আগামী কাল । মামাতো বোন শিমুকে বিয়ে করছেন কাটার মাস্টার মুস্তাফিজ।

খেলা না থাকলে নিজ গ্রামেই থাকতে পছন্দ করেন মুস্তাফিজ। এবারও নিউজিল্যান্ড সফর শেষে থাকেননি ঢাকায়। দ্রুত চলে এসেছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায়।

তবে এবার বাড়ি আসার আগে কেনাকাটা করতে হয়েছে মুস্তাফিজকে। বেশির ভাগ কেনাকাটা করেছেন হবু স্ত্রী শিমুর জন্য। কনে শিমু মোস্তাফিজের মামাতো বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

মুস্তাফিজ বিয়ের ব্যাপারে বলেন, ‘শুক্রবার হবে বিয়ে। একেবারে পরিবারের কিছু মানুষ উপস্থিত থাকবে। তবে বিয়ের অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর।’