নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরের গাবুরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, জলদস্যু, একাধিক মামলার আসামী আব্দুর নুর ওরফে নূরীকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ।
সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মৃত জাফর গাজীর ছেলে। তার নামে মাদক, নাশকতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
বুধবার সকাল ১০টায় তাকে সাতক্ষীরা জজকোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি আলী আহমেদ হাসেমী নুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নূরী মাদক ব্যবসার সাথে জড়িত।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী নুরী জলদস্যু অপরাধীদের আশ্রয়দাতা হিসেবে পরিচিত। নূরী ও তার ভাই আব্দুর রহিমের দাপটে অত্র এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এ ঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসী গত ২১ অক্টোবর’১৮ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ওই পত্রে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছিলেন।
এলাকাবাসী ওই মাদক ব্যবসায়ী নূরীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।