নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে সাতক্ষীরা পৌরসভায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোরশেদ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার দিনভর সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা ভিআইপি মোড়, বৌ বাজার এলাকা, বাঙালের মোড়, কুখরালী, গড়েরকান্দা, মেডিকেল কলেজ মোড়সহ পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইটাগাছা ভিআইপি মোড় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক কবিরুল ইসলাম কবির, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিবসহ মোরশেদ সমর্থক ও সাধারণ জনগন।
গণসংযোগকালে গোলাম মোরশেদ বলেন, আমি নির্বাচিত হলে সাতক্ষীরা সদর উপজেলা কে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবো। তাই আগামী ২৪ মার্চ নির্বাচনে দলমত নির্বিশেষে মটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।