আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে আকস্মিক বজ্রপাতে এক মৎস্য ঘের মালিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে হিজলিয়া বিলে এ ঘটনা ঘটে। শ্রীউলা ইউনিয়নের হিজলিয়া গ্রামের মৃত নবাব আলি গাজীর পুত্র মোস্তফা গাজী (৫০) হিজলিয়া বিলে তার মৎস্য ঘেরের বাসায় ছিলেন। বিকাল সাড়ে ৫ টার দিকে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়।
এসময় মৎস্য ঘেরের বাসার উপর বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।