খাজরা প্রতিনিধি: আশাশুনি উপজেলার গদাইপুরে পাঁচ গ্রামের(গদাইপুর, তুয়ারডাঙ্গা,কাপসন্ডা, চেউটিয়া, বাইনতলা) সকলের সার্বিক সহযোগিতা ও সমন্বয়ে গদাইপুর জেহের আলী হাইস্কুল ময়দানে ২১ ও ২২ শে মার্চ দুই দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল এর আয়োজন করা হয়েছে।
তাফসিরুল কোরআন মাহফিলে ১ম দিন সভাপতিত্ব করবেন রুহুল কুদ্দুস মোল্ল্যা,প্রাক্তন ইউপি চেয়ারম্যান,২য় দিন সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পপতি অহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এস,এম শাহনেওয়াজ ডালিম,চেয়ারম্যান ৮নং খাজরা ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি এফ,এম নুরুল ইসলাম মোল্ল্যা,বিশিষ্ট ব্যবসায়ী।
বিশেষ মেহমান হিসাবে থাকবেন রইচ উদ্দীন মাষ্টর,মৌলভী আয়ুব আলী সানা,নাজিম উদ্দীন মোল্ল্যা,নুর ইসলাম মোল্ল্যা।
দুই দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের ১ম দিন বক্তব্য পেশ করবেন,
মাওঃ নুরুল আমীন , রংপুর, মুস্তাফিজুর রহমান,সাতক্ষীরা,হাফেজ আমির হামজা,সাতক্ষীরা।
২য় দিন প্রধান দাওয়াতী মেহমান আছেন মুফতি ও ক্বারী শাহ্ সুফী ডাঃ আবু আইয়ুব আনছারী,ভারত, মোস্তফা মাহবুবুল আলম,ঢাকা,ইনামুল হাসান বিন্ নুর,ঢাকা,মোফাজ্জেল হোসেন হেলালী,শীতলপুর,হাফেজ আঃ মালেক যশোর।