এসভি ডেস্ক: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার পশ্চিম জোনে ৭ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি হিসাবে সন্মামনা ক্রেস্ট পেয়েছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
জেলা পুলিশের বিশেষ সূত্র জানায়, মঙ্গলবার সাতক্ষীরা পুলিশ লাইন্সের অবস্থিত পুলিশ সুপারের কার্যালয়েন সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের ফেব্রুয়ারী?/১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মো:সাজ্জাদুর রহমান। জেলা পুলিশের হেড কোয়াটার্স সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের সঞ্চালনায় অপরাধ সভায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের এডিশনাল এসপি মেরিনা আক্তার, কালিগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি মো:জামিরুল ইসলাম,তালা সার্ককেলের এডিশনাল এসপি অপু সরোয়ার,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছীন আলী প্রমূখ।