Spread the love

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দোলনের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ই মার্চ) বেলা ৩ টা থেকে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া মোড়, কলবাড়ী বাজার, দাতিনাখালী, পোড়াকাটলা, দূর্গাবাটি, নীলডুমুর বাজারে গণসংযোগ ও সবশেষে কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জনসভা করেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত জনসভা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ পুত্র এস.এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব বখতিয়ার আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোজাহার হোসেন কান্টু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি এ্যাড. আবু বকর সিদ্দীক, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান প্রার্থী স.ম আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ গাইন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল্ল্যাহ আল মামুন, সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, শ্যামনগর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জি.এম আব্দুর রব, সাধারণ সম্পাদক আঃ সবুর মোড়ল, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মাহতাব উদ্দীন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি জি.এম আমিনুর রহমান, ছাত্রনেতা আবু হুসাইন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুস সালাম ও শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল।