March 8, 2021, 8:54 pm
ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহ্যবাহী গদখালী আমবাগান হাফিজিয়া মাদ্রাসার উদ্দ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ই মার্চ) মাদ্রাসা প্রাঙ্গনে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলা বিপুল সংখ্যাক মুসুল্লীগণেন উপস্থিতিতে এ তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিলের প্রধান অতিথী অত্র মাদ্রাসার সভাপতি জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন গদখালী ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে তাফসীরুল কুরআন মাহফিলে কুরআন হাদিস থেকে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা বাকী বিল্লাহ মাগুরা।
দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীরুল কুরআন মাহফিলে তাফসীর পেশ করেন বিজয় টিভির ইসলামী আলোচক হযরত মাওলানা ক্বারী জুলফিকার আলী।
তৃতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হাফেজ মাওলানা মহিদ বিন আব্দুল রশীদ পাটকেলঘাটা। চতুর্থ বক্তা হিসেবে তাফসীর পেশ করেন গদখালী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আজহারুল ইসলাম। উক্ত মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী সাদ্দাম হোসেন এবং মহিলাদের ডিজিটাল পর্দায় দেখানো হয়।
সমগ্র তাফসীরুল কুরআন মাহফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার পরিচালক এইচ এম জাহীদুর রহমান।
All rights reserved © Satkhira Vision