আশাশুনি প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আ’লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবিএম মোস্তাকিম উপজেলা পূজা উদ্যাপন পরিষদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার সকালে উপজেলার দক্ষিণ চাপড়াস্থ নিজস্ব বাসভবনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সনাতন ধর্মলম্বীদের সমর্থন ও ভালবাসায় নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, সহ-সভাপতি অধ্যাঃ সুবোধ চক্রবর্তী, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার, এড. দেবাশীষ মুখার্জী, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, দপ্তর সম্পাদক দীপন মন্ডল, প্রচার সম্পাদক সাংবাদিক গোপাল কুমার মন্ডল, ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদকদের মধ্যে ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, সাবেক ইউপি সদস্য নিরঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধ দিনেশ চন্দ্র মন্ডল, প্রমোদ চন্দ্র সরকার, দেবাশীষ মুখার্জী, দীপক কুমার মন্ডল, মনিন্দ্র নাথ মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নৌকা প্রতিকের প্রার্থী এবিএম মোস্তাকিম উপজেলা নির্বাচনে পুনরায় নির্বাচিত করার দাবীর মূখে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ সমর্থনপূর্বক বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।