March 4, 2021, 1:00 pm
এসভি ডেস্ক: সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২মার্চ) বিকাল ৪ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আবু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জসলুল হায়দার, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান,সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, বিশিষ্ঠ সমাজ সেবক আবুল কালাম বাবলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নব কমিটির সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী।
অনুষ্ঠানে অতিথিদের এবং প্রেসক্লাবের নব-কমিটির কর্মর্তাদের ক্রেষ্ট প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নব কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আশিক-ই-ইলাহী।
All rights reserved © Satkhira Vision