Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় এবিসি কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনভর এবিসি স্কুল মাঠে সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, ৮.৪৫মিনিটে জাতীয় সংগীত পরিবেশন, সকাল ৯টায় ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথি, অভিভাবক, কমিটি ও শিক্ষকদের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবিসি কেজি স্কুলের অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম বাচ্চু, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রভাষক মাহাসিন আলী, সিনিয়র ব্যাংক কর্মকর্তা আশরাফুজ্জামান মুকুল, রিপোর্টার্স ক্লাব সহসভাপতি শেখ বাদশা, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, স্বাস্থ্য সহকারী আবু মুছা, আওয়ামীলীগ নেতা ওমর সাকী পলাশ, বাস্তাহারালীগ নেতা এস এম সালাউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, শিক্ষক শেখ আক্তারুজ্জামান, ইয়াছিন আলী, আমিনুর রহমান, মোক্তা আক্তার, পাপিয়া সরকার, রাফিজা সুলতানা, শামীমা জবা, তাসলিম পারভীর প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী মোট ১৭১জন ছাত্র, ছাত্রী, অভিভাবক ও অতিথিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আছাফুর রহমান।