Spread the love

এসভি ডেস্ক: এবার সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে সড়ক ও জনপদ বিভাগ।

সোমবার দিনব্যাপী শহরের মেডিকেল কলেজ এলাকা থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়ে বাইপাস সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিনেরপোতা এলাকায় যেয়ে শেষ হয়।

এ সময় জামতলায় অবস্থিত আগরদাঁড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় ভেঙে দেয় সড়ক ও জনপথ বিভাগ।

পর্যায়ক্রমে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ১৮ মাইল এলাকা পর্যন্ত সড়কের পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানা যায়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপদ খুলনার এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ।

সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম ও ফায়ার সার্ভিসের সাতক্ষীরা স্টেশনের উপ-পরিচালক নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।