আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় দুই চাউল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানাগেছে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বুধহাটা বাজারের চাউল ব্যবসায়ী বিল্ব মন্ডল দেবনাথ ও গৌরপদ দেবনাথের চাউল এর দোকানে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে বিল্ব মন্ডল ও গৌরপদ দেবনাথের দোকানে প্লাষ্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে তাদেরকে ৫শত টাকা করে মোট ১হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী এধরণের ভুল যাতে না হয় সে ব্যাপারেও কঠোর ভাবে সতর্কতা করা হয়।
এসময় আশাশুনি থানা পুলিশ ও আদালতের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।