কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার দিনভর পৌরসভার নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ করা হয় তুলশীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
পূর্বঘোষিত সময়, স্থান অনুযায়ী পর্যায়ক্রমে এই কার্ড বিতরণ চলবে ১৫মার্চ পর্যন্ত। সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎসবমুখর ও আনন্দের মধ্য দিয়ে সাধারণ মানুষ স্মাট কার্ড গ্রহণ করছেন। আর মূল কার্ডের হুবুুহু রঙিন লেমিনেটেড ফটোকপি তৈরির জন্য ৮/১০ ভ্রাম্যমান ব্যবসায়ী-উদ্যোক্তা স্ক্যানার, লেমিনেটিং মেশিন নিয়ে বসেছেন কার্ড বিতরণের স্থান তুলশীডাঙ্গা প্রাইমারি স্কুল চত্বরে।
তারা জেনারেটর চালিয়ে মাত্র ১০টাকার বিনিময়ে অরিজিনালের সহায়ক হিসেবে তাৎক্ষনিক রঙিন লেমিনেটেড কার্ড ছাপিয়ে দিচ্ছে। সবমিলিয়ে প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে উচ্ছাসিত হয় অনেকে।