নিজস্ব প্রতিনিধি: ২৪ শে মার্চ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম শওকত হোসেন আনারস প্রতিকে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করেছেন।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন তিনি। পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মো. আকবার আলী, প্রচার সম্পাদক হাসান হাদী, দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আনারুল ইসলা ঢালীসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।