Spread the love

এসভি ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভিডিও কনফারেন্স হয়েছে। কনফারেন্সের শুরুতেই শেখ হাসিনা বাংলায় শুভেচ্ছা বক্তব্য শুরু করেন।

সোমবার (১১ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে ভিডিও কনফারেন্স শুরু হয়। দুই প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) ১১০০ বাস ও ট্রাক সরবরাহসহ চারটি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করেন। 

এর আগে বিআরটিসি থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ৪৭টি বিআরটিসি বাস ও ২৫টি ট্রাক বাংলাদেশে এসে পৌঁছেছে। বাকি বাস ও ট্রাক চলতি বছরের জুনের মধ্যে এসে পৌঁছবে। এই প্রকল্পের আওতায় ৩০০টি ডাবল ডেকার, ১০০টি নন এসি, ১০০টি সিটি এসি ও ১০০টি ইন্টারসিটি এসি বাস আনা হবে। 

এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, দুই প্রধানমন্ত্রী ভারত সরকারের অনুদান অর্থায়নের আওতায় জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন।