খাজরা প্রতিনিধি: হার্ট এ্যাটাক বা হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ রোগটি মায়োকার্ডিয়াল ইনফার্কশন সংক্ষেপে এম আই নামেও পরিচিত। বর্তমান সময়ে এই রোগটি বেশি দেখা যাচ্ছে। হৃদপিন্ডে সাময়িক ভাবে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়াকে হার্ট এ্যাটাক বলে।
আশাশুনি উপজেলার খালিয়া গ্রামের মদন গাজীর ছোট কন্যা রোকেয়া খাতুন(৪৫) সোমবার সকাল ৪টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না ল্লিলাহি—-রাজিউন)।
মৃত্যুর আগেও তিনি হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছিল। মৃত্যু কালে তিনি এক স্বামী ৪ পুত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জুম্মার নামাজান্তে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।