দেবহাটা প্রতিনিধি: ২৪ শে মার্চ ভোটারদের স্বতষ্ফুর্ত অংশগ্রহনে সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য উপজেলা পরিষদ নির্বাচন দেবহাটাবাসীকে উপহার দেয়া হবে বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।
সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্যকালে ইউএনও ইকবাল হোসেন এ কথা বলেন।
সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক উপজেলাব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করবে উপজেলা প্রশাসন। পাশাপাশি নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের কোন ঘটনা ঘটলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেকটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়ন থাকবে। মানুষ শান্তিপুর্ন পরিবেশে স্ব-স্ব কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবে বলেও উপজেলা বাসীকে আশ্বস্থ করেন তিনি।
অন্যদিকে সখিপুরে সড়ক দুর্ঘটনায় শিশু জ্যোতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সভায় শোক জ্ঞাপন সহ নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবী জানানো হয়।
সভায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, বিজিবি সুবেদার শাহাবুদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল,সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608