শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আনোয়ারুল ইসলাম নিহত হয়েছেন।
আজ দুপুরে আশাশুনির প্রতাপনগরে এঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল ইসলাম প্রতাপনগর গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, আহম্মদ আলী সরদার জমা বণ্টনের জন্য ৩ ছেলে ও ৫ মেয়েকে নিয়ে বৈঠক করছিলেন। এসময় জমির অংশ বেশি দাবি করায় ছোট ভাই আনোয়ারুল ইসলামের সাথে বড় ভাই আমিনুর রহমানের কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ারুল ইসলাম ছুরি বের বের বড় ভাইকে আঘাত করার চেষ্টা করলে বড় ভাই তৎক্ষণাৎ ছুরি কেড়ে নিয়ে ছোট ভাইকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল ইসলাম নিহত হন।
আশাশুনি থানার এসআই ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।