কালিগঞ্জ প্রতিনিধি: আগামী ২৪ শে মার্চ উপজেলা নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল থেকে নির্বাচনী গনোসংযোগ শুরু করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, খুলনা বিভাগের শ্রেষ্ঠ জন প্রতিনিধি এবং সাবেক মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় তিনি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী, বালাপোতা, সাইহাটি, ঘুষুড়ু, কালিবাড়ি বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ কালে সাঈদ মেহেদী বলেন কালিগঞ্জ উপজেলায় শতভাগ জলাবদ্ধতা দূর করা হবে এবং নাগরিক কমিটি গঠন করে সকল সমস্যর সমাধান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাষ্টার, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ও সাবেক ইউপিঃ চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আওয়মী তথ্য প্রযুক্তিলীগের চাম্পাফুল ইউনিয়নের সাভাপতি ফিরোজ আহম্মেদ , সাধারন সম্পাদক রবিন্দ্র, সহ-সভাপতি অমিতোষ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-মামুন সরদার, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বাবু চন্ডি চরন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা ছাত্র লীগের সাবেক ক্রিড়া সম্পাদক অনিক মেহেদেী, রাসেদুল ইসলাম জয় বাংলা, শফিকুল ইসলাম প্রমুখ।