Spread the love

ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুরে ‘নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনসহ প্যানেলকে বিজয়ী করতে হলে দলমত নির্বিশেষে সকল নেতাকর্মীরা একত্রে হয়ে কাজ করতে পারলে নৌকার বিজয় সুনিশ্চিত, কেহ ঠেকাতে পারবেনা।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথী’র বক্তৃতায় আলহাজ্জ্ব আরাফাত হোসেন আরোও বলেন, নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক, আওয়ামীলীগের প্রতীক। যারা নৌকার বাহিরে কাজ করবে তারা জামাত- বিএনপি’র দোসর। জামায়াত- বিএনপিসহ একাধিক নাশকতা মামলার আসামীকে নিয়ে বিদ্রোহী প্রার্থীর লোকজন মিছিল মিটিং করে চলেছেন। যা দলীয় নেতাকর্মীদের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে৷ সেজন্য পুলিশ বাহিনীকে বলতে চাই, আপনারা নাশকতা মামলার আসামীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। তা না হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহতো করবে।

তাছাড়া আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে সকল দিধাদ্বন্দ ভুলে কাজ করার আহবান জানিয়েছেন বলেন, উন্নয়নের প্রতিক নৌকা, তাই উন্নয়ন ধরে রাখতে হলে নৌকার প্রার্থী ছাড়া বিকল্প নেই। সকল দলীয় নেতাকর্মীরা আজ থেকে আগামী ২৪ মার্চ নৌকার বিজয় না হওয়া পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার আহবান জানান এবং সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দলীয় মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনসহ প্যানেলকে জয়যুক্ত করার আহবান জানান।

শনিবার (৯ ই মার্চ) বিকালে উপজেলা পরিষদ নির্বাচনে উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত উপজেলার চেয়ারম্যান নৌকার প্রার্থী ফিরোজ আহম্মদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন মাইক প্রতীক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ারা ময়না কলস প্রতীকের কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া আরোও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোসলেন উদ্দিন, আমজের আলী, সিরাজুল ইসলাম, ইউপি সদস্যগণ মোঃ ওলিয়ার রহমান, ইমাম হোসেন, হাসান মাসুদ পলাশ, আব্দুল হামিদ, আরিফুল হক রুবেল, ইউনিয়ন আওমী লীগ এর সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন শওকত আলী খাঁ, জাহাঙ্গীর আলম ভুট্টো সোহাগ রানা নয়নসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমুখ।