Spread the love

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের (রেজি.নং-২৩১১) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে সংগঠনটির থানা মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বার্ষিক বনভোজনসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়-যেসকল সদস্যরা ২০১৯সালের জুন মাস পর্যন্ত তাদের মাসিক চাঁদা পরিশোধ করবেন তারা বিনাখরচে বনভোজনে অংশ নিতে পারবেন।

ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপদেষ্টা হারাধন কুমার, সহ.সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, দপ্তর সম্পাদক হারুন, সদস্য কবির, রোকনুজ্জামান, আরিজুল, আরিফুল, বিল্লাল, তরুণ, আবু সাঈদ, জুয়েল, তরিকুল, ইয়াসিন, দেলোয়ার, লিটন প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা কাজী মশিউল আজম তুহিন।