Spread the love

ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো। নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’-এই প্রতিপাদ্যে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৮মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী- পুরুষের অংশগ্রহনে র‌্যালীটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে আবার উপজেলা অডিটোরিয়াম এক আলোচনা সভায় মিলিত হয়।

নারীদের বিভিন্ন উন্নয়নমুলক দিক তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, থানা পুলিশ পরিদর্শক জেল্লাল হোসেন, এস আই শারমিন সুলতানা শিখা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফরুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হেলাল মুস্তাফিজুর রহমান ও সাজেদা নারীর লতিয়া আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথীবৃন্দ নারী উন্নয়ন মেলার স্টল ঘুরে দেখেন।