খাজরা প্রতিনিধি: বর্তমান সময়ে সারা বিশ্বের সঙ্গে তালমিলিয়ে কম্পিউটার শিক্ষা কে একটি যুগোপযোগি করার লক্ষ্যে সরকার বদ্ধ পরিকর। আইসিটি খাতে সাফল্য অর্জনের প্রধান হাতিয়ার কম্পিউটার শিক্ষা।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পোস্টাল ডিভিশন শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কম্পিউটার শিক্ষার প্রসারে ‘পোস্ট ই সেন্টার ফর রুরাল কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
গত ৮মার্চ সাতক্ষীরা সদর, কালিগঞ্জ, শ্যামনগর, আশাশুনির ৩০টির অধিক পোস্ট অফিসের সমন্বয়ে ৩৭৯ জন শিক্ষার্থীর ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন সফটওয়ার এ্যাপলিকেশন কোর্সের ফাইনাল পরীক্ষা সাতক্ষীরা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়।