নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন আনারস প্রতিকে ভোট চেয়ে পথসভা করেছেন।
শনিবার বিকালে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে এ পথসভা করেছেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মো. আকবার আলী, দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, খোদাবকস, আব্দুল মান্নান, সামছুর রহমান, নুর ইসলাম গাজী, লুৎফর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য এম.আর মিঠু। এরপর ব্রহ্মরাজপুর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। পরে শতশত মোটর সাইকেল যোগে গোয়ালপোতা ও মাছখোলা ক্লাব মোড়ে গণসংযোগ করেন।