দেবহাটা প্রতিনিধি: তৃনমুল রাজনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে দেবহাটার কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
দেশের তৃনমুল পর্যায়ের রাজনীতিতে গুরুত্বপুর্ণ অবদান রাখা বিশেষ ব্যাক্তিত্বদের সম্মাননা প্রদানের লক্ষে শুক্রবার সকাল ১০ টায় রাজধানীর অভিজাত একটি রেষ্টুরেন্টে বঙ্গবন্ধু একাডেমির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিচারপতি শিকদার মকবুল হক, ভাষাসৈকিক ও সাংবাদিক মো: রফিকুজ্জামান, সাংবাদিক ও প্রকাশক শহিদুল্যাহ সবুজ, কবি নুসরাত, গোলাম রব্বানী খান, হুমায়ুন কবির সহ অন্যান্য অতিথিবৃন্দরা সাতক্ষীরা জেলার মধ্য থেকে কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন।