নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি থানা এলাকায় আইন- শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এএসআই শাহ জামাল, এসআই শ্যামল মন্ডলের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মধ্যম চাপড়া গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ওই গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে সাদ্দাম হোসেন (২৩)কে হাতে নাতে আটক করেন।
এই বিষয়ে আটক সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানার একটি মামলা নং- (৫) রুজু করা হয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।