Spread the love

শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।

চেয়ারম্যান পদে ২জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীর প্রতীক বরাদ্ধ দেন জেলা রিটার্নিং অফিসার।

চেয়ারম্যান: বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন (নৌকা) প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম এবং উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম পিন্টু পেয়েছেন (আনারস) প্রতীক।

ভাইস চেয়ারম্যান (পুরুষ): স ম সেলিম রেজা সেলিম (মাইক প্রতীক), জিএম আক্তারুজ্জামান (উড়ো জাহাজ), এস এম সাহেব আলী (চশমা), অসীম বরণ চক্রবর্তী (টিউবওয়েল), এমডি ফিরোজ (টিয়াপাখি), মতিলাল সরকার (তালা) প্রতীক পেয়েছে।

ভাইস চেয়ারম্যান (মহিলা): মোসলেমা খাতুন মিলি (কলস), হেনা গাজী (ফুটবল) প্রতীক পেয়েছে।