হাফিজুর রহমান: সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২৫০০ পিস ইয়াবা বড়ি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামির নাম আমানুতুল্লাহ।
সে যশোরের শার্শা এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান, সহকারি সাব-ইন্সপেক্টর রাজু আহম্মেদ, সহকারি সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলাম ও সংঙ্গীয় ফোস গোপন সংবাদের ভিত্তিতের শহরের বাস টার্মিনাল এলাকায় সাতক্ষীরা ফিলিংন্স স্টেশনের সামনে অভিযান চালায়। এসময় গাড়ি থেকে নামা এক যাত্রী কে চ্যালেঞ্জ করে পুলিশ।পরে ঐ যাত্রীর দেহ তল্লাসী করে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ২৫০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশেমী বিষয়টি নিশ্চিত করেছেন।