এসভি ডেস্ক: জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে শুকনা খাবার ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার সভা কক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘সমাজের নিন্ম শ্রেণির পিছিয়ে পড়া মানুষদের সহায়তা দিয়ে মূল ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন সহায়তা দিচ্ছে সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জাটকা আহরণে বিরত থাকতে জেলেদের মাঝে শুকনা খাবার ত্রাণ বিতরণ করে সহায়তা দিয়ে থাকে। জেলেসহ সাধারণ জনগণের দুঃখ কষ্ট বোঝেন বলেই জননেত্রী শেখ হাসিনা মানবতার মা।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সরদার, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য অফিসার মো. রাশিদুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি মো. মোখলেছুর রহমান সরদার। সদর উপজেলার ৩ হাজার ৪ শ’ ১৯ জন জেলের মাঝে ১০ রকম শুকনা খাবার ত্রাণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা।