March 1, 2021, 7:11 pm
শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের দস্যু বাহিনীর প্রধান জামির আলী ওরফে জামুকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।
জামু শ্যামনগর উপজেলার গোলাখালি গ্রামের ছেমুদ্দি মোল্যার ছেলে। বৃহস্পতিবার দুপুরে ভেটখালি বাজার থেকে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এলাকাবাসী জানায়, একাধিকবার ধৃত হয়ে জামু স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসবার প্রতিশ্রুতি দেয়। তারা আরও জানায় জামুর বিরুদ্ধে মাদক ব্যবসা ও জেলে বাওয়ালিদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ আছে। জামুকে গ্রেফতারের খবর পেয়ে বনজীবিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
থানাসূত্র জানা যায়, ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী হিসাবে জামুকে গ্রেফতার করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision