শ্যামনগর প্রতিনিধি: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন স্মরণে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলাা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, শ্যামনগর উপজেলা যুবলীগের গোলাম মোস্তফা বাংলা, সাবেক যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী স.ম আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুস সবুর মোড়ল, যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহম্মেদ সুমন।