তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার বৃদ্ধ শামছুর শেখ(৭০) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের ছেলে সালাম শেখ বলেন, মাগুরা বাজার থেকে কেনা-কাটা করে বাড়িতে পৌছানোর সময় একই এলাকার হায়দার শেখের নেতৃত্বে আফাজ, হাবিবুর রহমান হাবি, ফারুখ, মোস্তফা শেখের ছেলে নাদীমসহ অন্যান্যরা সংঘবদ্ধভাবে আমার বাবাকে পিটাতে থাকে। এক পর্যায়ে আমার বাবা অচেতন হয়ে যায়। এক পর্যায়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক তিন জনকে আটক করা হয়েছে।